সর্বশেষঃ

ভোলায় চরজংলা প্রাইমারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেজবাহ উদ্দিন টুটুল ॥ ভোলা সদর উপজেলার ৫৩নং চরজংলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার ইউআরসি’র ইন্সট্রাক্টর এইচ এম তারিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এজাজুল হক প্রমূখ। এসময় স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।