ভোলায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম ॥ ভোলায় আজ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মো: আছাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মো: সফিকুল ইসলাম, বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার দিপক হালদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আমিনুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো: নূরুল আমিন প্রমূখ। সভায় ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরী, জাতীয় পতাকা অর্ধনমিত করা, বাংলা স্কুল মাঠে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠান গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।