সর্বশেষঃ

ভোলা মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলা মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিদ্যালয়ের নিজস্ব মাঠে প্রতিযোগীতায় প্রধান অতিথি থেকে প্রতিযোগীতার উদ্বোধন করেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিমের ব্যবস্থাপনায় এবং ক্রীড়া শিক্ষক কবির হোসেনের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডাক্তার খাদিজা বেগম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের দাতা সদস্য ও ভোলা পৌরসভার সাবেক মেয়র, আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য, গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, দৌলতখান উপজেলা সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল চৌধুরী, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রকিবুল হাসান, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের।
আমন্ত্রিত অতিথি ছিলেন ভোলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দ্বীপকন্ঠের সম্পাদক ইউনুছ শরীফ, ভোলা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম।
বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেনের সঞ্চালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাহিদা পারভীন, শিক্ষক জান্নাতুল ফেরদৌস, জিয়াউল হক, ইসমাইল হোসেন, আনজুমান আরা বেগম, মোঃ ইসমাইল, মনজুর রানী সরকার, মাসুমা আক্তার। বিদ্যালয়ের কর্মচারী জাকির হোসেনের আতিথেয়তা এবং ক্রীড়া শিক্ষক কবির হোসেনের চৌকস নেতৃত্বে শিক্ষার্থী তাসলিম ইসলাম আচলের দলীয় নিত্য পরিবেশনা ও দলনেতা তাসিময়া জাহান ফাইজার ক্রীড়াবিদদের নিয়ে মার্চপাষ্ট ছিল চোখে পড়ার মত।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।