ভোলায় ১ কেজি গাঁজাসহ যুবক আটক

বনি আমিন, ইলিশা ॥ ভোলায় মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ এক যুবক-কে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর অনুমান ৩ টার দিকে ইলিশায় ঘাটে নৌ-পুলিশের একটি টিম তাকে আটক করে।
নৌ-থানার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, গোপন সংবাদের মাধ্যমে সাব ইন্সপেক্টর মোঃ ইউনুস মুন্সি, সাব ইন্সপেক্টর রাশিদুল ইসলাম, কনষ্টেবল মোঃ একরামুল হক, মোঃ নাসির উদ্দীনসহ ইলিশা ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ইলিশা ইউনিয়নের ইলিশা ফেরী ঘাটের দক্ষিণ পাশে স্পীডবোট ঘাটের সামনে সিসি ব্লকের উপর থেকে ১ কেজি গাঁজাসহ মোঃ পারভেজ (৩২) নামের এক যুবক-কে আটক করেন। আটককৃত পারভেজ ভোলার লালমোহন থানার ৮নং ওয়ার্ডের নুরনবির ছেলে বলে জানা যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।