সর্বশেষঃ

ভোলায় ১ কেজি গাঁজাসহ যুবক আটক

বনি আমিন, ইলিশা ॥ ভোলায় মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ এক যুবক-কে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর অনুমান ৩ টার দিকে ইলিশায় ঘাটে নৌ-পুলিশের একটি টিম তাকে আটক করে।
নৌ-থানার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, গোপন সংবাদের মাধ্যমে সাব ইন্সপেক্টর মোঃ ইউনুস মুন্সি, সাব ইন্সপেক্টর রাশিদুল ইসলাম, কনষ্টেবল মোঃ একরামুল হক, মোঃ নাসির উদ্দীনসহ ইলিশা ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ইলিশা ইউনিয়নের ইলিশা ফেরী ঘাটের দক্ষিণ পাশে স্পীডবোট ঘাটের সামনে সিসি ব্লকের উপর থেকে ১ কেজি গাঁজাসহ মোঃ পারভেজ (৩২) নামের এক যুবক-কে আটক করেন। আটককৃত পারভেজ ভোলার লালমোহন থানার ৮নং ওয়ার্ডের নুরনবির ছেলে বলে জানা যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।