
স্টাফ রিপোর্টার ৷৷ র্যাব-৭ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে ডাকাতি মামলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দীর্ঘ প্রায় সাত বছর যাবৎ পলাতক আসামী মোঃ নূরুল ইসলাম প্রকাশ কানু মাঝিকে (৪৫) চট্টগ্রাম মহানগনীরর ইপিজেড থানাধীন আকমল আলী ঘাট এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
গত রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টার সময় চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন আকমল আলী ঘাট এলাকায় র্যাবের একটি চৌকস দল যৌথ অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার জিআর নং-১৮৮/১১ এবং সেসন নং-৫৮/১৬ এর ২৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এবং দীর্ঘ প্রায় ৭ বছর পলাতক আসামী মোঃ নূরুল ইসলাম প্রকাশ কানু মাঝিকে (৪৫) গ্রেফতার করে।
গ্রেফতার কানু মাঝি চরফ্যাশন থানার (বর্তমান দক্ষিণ আইচা থানা) দক্ষিণ আইচা ৫ নং ওয়ার্ড এলাকার বেলায়েত হোসেন ওরফে কনু মাঝির ছেলে।
এই অভিযানে নেতৃত্ব প্রদান করেন র্যাব-৮ ভোলা ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ জামাল উদ্দিন, র্যাব-৭ চট্টগ্রামের কোম্পানী কমান্ডার মেজর জাহিদ এবং এএসপি মোজাফ্ফর।
র্যাব-৮ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ জামাল উদ্দিন জানান, গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদকালে গ্রেফতারকৃত আসামী তার নাম ঠিকানা প্রকাশ করে এবং সে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়।