ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

মাহে আলম মাহী ৷ ৷ “গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার ভোলার আয়োজনে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাবেকুন নাহার।
জেলা তথ্য অফিসার মো. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মশিউর রহমান পিংকু’র সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগার এর ইনচার্জ মো. জালাল হোসেন। এসময় অন্যান্যদের মাঝে দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামত উল্যাহসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বই পড়ায় আগ্রহ বাড়াতে অভিভাবকদের সচেতন করার পাশাপাশি, মোবাইল ফোনের আসক্তি কমিয়ে বই পড়ে জ্ঞান অর্জন করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষদিকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।