পর্তুতে শংকাজনক হারে বাড়ছে দোকান ডাকাতি
এফ আই রনি ব্যুরো প্রধান পর্তুগাল : শান্তি প্রিয়, অভিবাসী বান্ধব দেশ পর্তুগাল এর পর্তুতে শংকাজনক হারে বাড়ছে দোকান ডাকাতি। গতরাত ৪ ফেব্রুয়ারি সময় ভোর চারটার দিকে পোর্তু, পর্তুগাল প্রবাসী বাবসায়ী মোঃ রানা শিকদার এবং মোঃ কবীর রহমান এর দোকানের (রুয়া ৩১ জানেইরো, পোর্তো) প্রধান ফটকের সাটার ভেঙে দূর্ধষ্য ডাকাতি সংগঠিত হয়েছে ।
এছাড়াও গত ৩ ফেব্রুয়ারি আরো দুটি দোকানে, রাতে আগ্নেয়াস্ত্রের মুখে পোর্তু, পর্তুগাল প্রবাসী বাংলাদেশী বাবসায়ী পিন্টু প্রধান এর দোকানে রুআ সান্তা কাটারিনায় ও ব্যবসায়ী মোঃ বকুল আলী ভাইয়ের দোকানে (রুআ সিমো দি ভিলা) আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে তিন জনের এক ডাকাতদল দুধর্ষ ডাকাতির চেষ্টা করে । পর্তু প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী আবুল কালাম আজাদ জানান, তারা সকল ব্যবসায়ী উৎকন্ঠার মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। তিনি সবাইকে সতর্ক হওয়ার আহবান জানান এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন সহ দ্রুততার সাথে পুলিশ প্রশাসনের এই নম্বরে 222 092 000 ফোন দেয়ার অনুরোধ জানিয়েছেন।