লালমোহনে আলোর দিশারী সংস্থার ঋণ কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের লক্ষ্যে ভোলার লালমোহন উপজেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রম প্রদান শুরু করেছে আলোর দিশারী সংস্থা (এ.ডি.এস.)। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা এলাকায় সংস্থাটির প্রধান কার্যালয়ে উপকারভোগীদের ঋণ প্রদানের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। মাইক্রোক্রেডিট রেগুলেটরির (এম.আর.এ.) প্রাথমিক অনুমোদনের ভিত্তিতে এ কার্যক্রম শুরু করে আলোর দিশারী সংস্থা।
আলোর দিশারী সংস্থার সভাপতি মো. আমির হোসেন তরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন, আলোর দিশারী সংস্থার সহ-সভাপতি জাহিদুল ইসলাম নবীন, নির্বাহী পরিচালক মো. শাহীন, ম্যানেজার মো. নজরুল ইসলাম প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।