বোরহানউদ্দিনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ ইকবাল হোসেন ॥ শীতের প্রকোপ যখন সারাদেশে বেড়েই চলেছে, তখন সমাজের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে গরম কম্বল নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাগণ। তাপমাত্রার আকস্মিক পরিবর্তনে মানুষের দুর্ভোগ যখন চরম আকার ধারণ করেছে, তখন তাঁদের দুর্ভোগে সামর্থ্যহীন হয়ে পরায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঞ্চলের মানুষের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয় বোরহানউদ্দিন থানা ও ব্র্যাক ব্যাংক।
শনিবার (২০ জানুয়ারী) বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির, ব্র্যাক ব্যাংকের টেরিটোরি ম্যানেজার আবদুল জব্বার, রিক্স ম্যানেজার মো. নজরুল ইসলাম, অফিসার হোসেন মো. জাহিদ, মো. রুহুল আমিন, আরিফুল ইসলাম, অফিস সহকারী মো.আনোয়ার হোসেন, বোরহানউদ্দিন উপজেলায় ২৫০ পিচ কম্বল যৌথ উদ্যোগে বিতরণ করেন।
ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রচ- শীতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়া আরও কয়েকটি স্থানেও কম্বল বিতরণ করেছেন। এসকল মানুষেরা গরম কাপড় হাতে পেয়ে নিজেদের কৃতজ্ঞতাবোধ প্রকাশ করেন। এমন প্রাকৃতিক পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য ব্র্যাক ব্যাংকের ও বোরহানউদ্দিন থানার প্রশাসনের ব্যাপক প্রশংসাও করেন তাঁরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।