বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
ভোলায় কুরআনের পাখিদের ছবক প্রদান
ভোলার বাণী ডেস্ক ॥ ভোলায় কুরআনের পাখিদের ছবক প্রদান করা হয়েছে। শুক্রবার জুম’আ নামাজের পর ভোলা সদর উপজেলার উত্তর বাপ্তা ১নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা নুর-ই-আলম ইসলামিক কমপ্লেক্স এর ৬ কুরআনের পাখি-কে ছবক প্রদান করা হয়েছে। ছবক প্রদান করেন বিশিষ্ট লেখক ও সাবেক দাঈ আল-জুবাইল ইসলামীক দাওয়াহ সেন্টার সৌদী আরব এবং এভোরোস ইন্টার স্কুল এর শিক্ষক শাইখ জাহিদুল ইসলাম মাদানী।
উক্ত প্রতিষ্ঠানে নুরানী, নাজেরা, হিফজ শাখায় ভর্তি চলমান আছে। এছাড়া শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি করা হয়। ভর্তিচ্ছুক ব্যক্তিগণ প্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ এর নাম্বার-০১৭৮৮-৪২১২৯৫।