বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
বোরহানউদ্দিনে পূবালী ব্যাংকের ৫০২ তম শাখা উদ্বোধন
মোঃ ইকবাল হোসেন ॥ ভোলার বোরহানউদ্দিনে পূবালী ব্যাংক পিএলসি ৫০২তম পূর্ণাঙ্গ শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় বোরহানউদ্দিন পৌর শহরের পশ্চিম বাজার বিএম কমপ্লেক্সের ২য় তলায় ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি উপস্থিত থেকে ওই শাখা উদ্বোধন করেন।
পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক এবং অঞ্চল প্রধান শেখ মো: সামছুদ্দোহা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আলী আজম মুকুল এমপি। আরো বক্তৃতা করেন বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো: রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, বিআরডিবি চেয়ারম্যান জসিমউদ্দিন, প্রবীণ আইনজীবী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ প-িত, সাংগঠনিক সম্পাদক, আশিকুর রহমান প্রমুখ। এ সময় বোরহানউদ্দিন পূবালী ব্যাংক পিএলসি’র ৫০২ তম শাখার ব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, ব্যবসায়ীসহ সুধীসমাজ উপস্থিত ছিলেন।