ভোলার চার সংসদীয় আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ভোলার বাণী ডেস্ক ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের মাঝে প্রতীক প্রদান করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আরিফুজ্জামান। সোমবার (১৮ ডিসেম্বর) এ প্রতীক বরাদ্দ করা হয়। ভোলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ১৬ জন প্রার্থী।
জানা গেছে, ভোলা সদর-১ আসনে আওয়ামীলীগ (নৌকা প্রতীক) এর প্রার্থী হলেন বর্ষিয়ান রাজনীতিবীদ, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। ভোলা-২ আসনে (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলী আজম মুকুল। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন এবং ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
এছাড়া ভোলার-৪টি সংসদীয় আসনে আরো যারা প্রতীক পেয়েছেন তারা হলেন- ভোলা-১ আসনে মোঃ ছিদ্দিকুর রহমান (মশাল), মোঃ শাহজাহান মিয়া (লাঙ্গল)। ভোলা-২ আসনে মোঃ আসাদুজ্জামান (ডাব), মোঃ গজনবী (বাইসাইকেল), শাহেন শাহ মো: শামসুদ্দিন মিয়া (ফুলের মালা)। ভোলা-৩ আসনে মো: আলমগীর (ডাব), মো: কামাল উদ্দিন (লাঙ্গল), মো: জসিম উদ্দিন (ঈগল)। ভোলা-৪ আসনে আবুল ফয়েজ (মাথাল), মো: আলাউদ্দিন (আম), মো: মিজানুর রহমান (লাঙ্গল), মো: হানিফ (সোনালী আশ)। এসময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আরিফুজ্জামান সকল প্রার্থীকে নির্বাচনী আইন মেনে চলার আহবান জানান। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও সকল দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।