ভোলায় বিজয় দিবসে রূপালী ব্যাংকের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে ভোলায় রূপালী ব্যাংকের জোনাল অফিসের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত ১৯৭১ সালের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন রূপালী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা। পরে রূপালী ব্যাংকের জোনাল অফিসে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার। এতে রূপালী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ব্যাংকের সিনিয়র অফিসার ফারহানা ইসলামের মেয়ে সুবাহ্ তসলিম অরিন জাতীয় স্মৃতিসৌধ একে প্রথম স্থান অধিকার করে। এছাড়া বাংলা বাজার শাখার সিনিয়র অফিসার নেসার উদ্দিনের মেয়ে সুমাইয়া ফাইরুজ দ্বীতীয় স্থান অধিকার করে, রূপালী ব্যাংকের জোনাল অফিসের সিনিয়র কামরুজ্জামানের মেয়ে নূসাইবা জামান অরিণ তৃতীয় স্থানে পুরুস্কৃত হয়।
আলোচনা সভায় জিন্নাগড় শাখার ব্যবস্থাপক আরমান কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা রূপালী ব্যাংকের জোনাল অফিসের জোনাল প্রধান দেব ব্রত সাহা। এ সময় আরো উপস্থিত ছিলেন কর্পোট শাখার ব্যবস্থাপক প্রশান্ত কুমার দাস, ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবুল কালাম, ইলিশা শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেন, বোরহানউদ্দিন শাখার ব্যবস্থাপক মোঃ মনসুর, রূপালী ব্যাংকের জোনাল সিনিয়র অফিসার ফারহানা ইসলাম, মহাজনপট্টি শাখার সিনিয়র অফিসার ফারহানা ইসলাম। আব্দুর রশিদ মোঃ মমিন সহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।