ভোলায় বিজয় দিবস উদযাপনে জেলা প্রশাসনের বার্ণাঢ্য কর্মসূচী

শরীফ হোসাইন ॥ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লক্ষ শহিদের রক্ত আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এক সশস্ত্র রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যূদয় ঘটে। বাঙালির অস্তিত্বের সাথে মিশে থাকা এ দিবস বরাবরের মতো যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষে ভোলা জেলা প্রশাসন হাতে নিয়েছে বর্ণাঢ্য কর্মসূচী। সেগুলো হলো-
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবনে ‘দি ফ্ল্যাগ রুলস ১৯৭২’ অনুসরণপূর্বক সঠিক মাপ ও রঙ্গের জাতীয় পতাকা উত্তোলন। জেলা প্রশাসকের কার্যালয়ে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস-২০২৩ এর শুভ সূচনা। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এবং যুগীরঘোল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৮টা ৩০ মিনিটের সময় ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শণী। বেলা ১১টায় অফিসার্স ক্লাবে মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া অনুষ্ঠান। বেলা সাড়ে ১১টায় ভোলা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা। হাসপাতাল, জেলাখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু পরিবার, শিশু সদন, বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে উন্নত মানের খাবার পরিবেশন। সুবিধাজনক সময়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, বীর মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত, মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থণার আয়োজন। জেলার সকল সিনেমা হলে বিনা টিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শণীর ব্যবস্থা এবং সরকারী, বেসরকারী/স্বায়ত্বশাসিত সংস্থার শিশু পার্ক ও জাদুঘরসমূহ বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা। বিকাল সাড়ে ৩টায় ভোলা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন একাদশ বনাম ভোলা পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। সন্ধ্যা সাড়ে ৬টায় ভোলা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভোলা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস-২০২৩ এর সকল অনুষ্ঠানে সবান্ধবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।