ভোলায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ভোলার বাণী ডেস্ক ॥ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভোলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এবং সোয়া ৮টায় শহরের যুগীরঘোল এলাকায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অপর্ণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহীদদের স্মরণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এবং বধ্যভূমিতে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান, পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম। পরে প্রশাসনের অন্যান্য নেতৃবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অপর্ণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, জেলা পরিষধের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় কালে প্রগতিশীল লেখক, সাংবাদিক, শিল্পী সহ বিভিন্ন পেশার প্রগতিশীল বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। স্বাধীনতার ৫১ বছর পরেও সেই সকল ঘাতকদের প্রেতাত্মা জঙ্গি গোষ্ঠী প্রগতিশীল লেখক-বুদ্ধিজীবীদের উপর হামলা করছে, তাঁদের হত্যা করছে। সুতরাং প্রগতিশীল বুদ্ধিবৃত্তিক চর্চা ও বিকাশের ক্ষেত্রে আমাদের আরও বেশি সতর্ক হতে হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।