ভোলায় প্রাণি সম্পদ খাত সংশ্লিস্ট পণ্যের বাজার সংযোগ সম্পৃক্ত এক্টরদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় প্রাণি সম্পদ খাত সংশ্লিস্ট পণ্যের বাজার সংযোগ সম্পৃক্ত এক্টরদের দক্ষতা বৃদ্ধিমূলক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকালে ইউরোপিয় ইউনিয়ন এর অর্থায়নে পিকেএসএফ এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা তাদের হলরুমে প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণ উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ^ বিদ্যালয়ের প্রফেসর ড. রায়হান হাবিব। গ্রামীণ জন উন্নযন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিকেএসএফ এর ব্যবস্থাপক মোঃ শাহরিয়ার হায়দার, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক এডভোকেসি, ট্রেনিং এন্ড কমপ্লায়েন্স হুমায়ুন কবীর। প্রশিক্ষণে ২৫ জন খামরী ও স্থানীয় পর্যাযে প্রাণি চিকিৎসক অংশ নেয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।