অবরোধ সমর্থনে ভোলায় তরিকুল ইসলাম কায়েদ এর নেতৃত্বে মশাল মিছিল
মোঃ শাহীন কাদের : দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ জাতীয় নেতা কর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় মশাল মিছিল করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মশাল মিছিলটি শহরের উকিল পাড়া থেকে শুরু হয়ে যুগিরঘোল এলাকায় গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মনির, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, পৌর যুবনেতা রিয়াদ হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মাইন উদ্দিন হাওলাদার, জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।