ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন

ভোলার বাণী ডেস্ক ॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪ এর ১৭ (ছ) ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের জন্য ধারা ১৭(ট) এর বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধ উদ্দেশ্যে সততা ও প্রতিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরূদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কমিশন কর্তৃক নিন্ম বর্ণিত মনোনীত ব্যক্তিবর্গের সমন্বয়ে ১৩ সদস্য বিশিষ্ট “ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি” পুনর্গঠন করা হয়েছে। এ কমিটি ০৩/১২/২০২৩ তারিখ থেকে আগামী ০৩/১২/২০২৬ সাল পর্যন্ত ০৩ (তিন) বছরের জন্য পুনর্গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন-প্রফেসর পারভীন আক্তার সভাপতি, সহ-সভাপতি জিনাত রেহানা (সহকারি অধ্যাপক), নাসির উদ্দিন লিটন (সাংবাদিক), সাধারণ সম্পাদক কামরুল আহসান (সহকারি অধ্যাপক)। সদস্যরা হলেন- মোঃ হোসেন (ব্যবসায়ী), মোঃ ফয়সেল (ক্রিড়া ব্যক্তিত্ব) মেহেদী হাসান (প্রধান শিক্ষক), মাহাবুব মোর্শেদ বাবুল (ব্যবসায়ী), মনিরুল ইসলাম (শিক্ষক), ওমর ফারুক সেলিম (ব্যাংক কর্মকর্তা-অব), জয়ন্ত বিশ্বাস (আইনজীবী), আছমা হোসেন (নারী উদ্যোক্তা), মোঃ মহিউদ্দিন (শিক্ষক-অবঃ)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।