ভোলার ভেলুমিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলার সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি এলাকায় ৩২তম আন্তর্জাতিক ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আালোচনা সভা, প্রতিবন্ধি ব্যাক্তিদের স্বাস্থ্যসেবা, র‌্যালী ও প্রতিবন্ধি ব্যক্তিদের নিয়ে ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা দিবসটির আয়োজন করে।দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভেলুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম মাস্টার।

বক্তব্য রাখেন ভেলুমিয়া-১ শাখা ইনচার্য মোঃ মোস্তাফিজুর রহমান মনির, ভেলুমিয়া-২ শাখা ইনচার্য মোঃ আজিজুল, প্রকল্পের কারিগরি কর্মকর্তা (কমিউনিটি মবিলাইজেশন) মোঃ মাসুম বিল্লাহ। প্রতিবন্ধি ব্যক্তিদের স্বাস্থ্যসেবা দেয়া ও বল নিক্ষেপ খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্পের সামাজিক উন্নয়ন কেন্দ্র (কিশোরী)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।