ভোলায় কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কর্মকর্তা ও খামারীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

হারুন-অর-রশীদ ॥ ভোলায় কৃষি প্রযুক্তি বাস্তবায়ন বিষয়ক কর্মকর্তা ও প্রাণি সম্পদ খাত সংশ্লিষ্ট খামারীদের নিয়ে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক পৃথক ২টি প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) সকালে ইউরোপিয় ইউনিয়ন এর অর্থায়নে পিকেএসএফ এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা তাদের হলরুমে প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণ উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ড. রায়হান হাবিব। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিকেএসএফ এর মহা-ব্যবস্থাপক ড. আব্দুল মালেক, ব্যবস্থাপক মোঃ শাহরিয়ার হায়দার, মোঃ ফরহাদ হোসেন, উপ-ব্যাবস্থাপক মোঃ মেহেদী হাসান ওসমান, পিপিইপিপি-ইইউ প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ সেলিম রেজা ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক এডভোকেসি, ট্রেনিং এন্ড কমপ্লায়েন্স হুমায়ুন কবীর।

কৃষি প্রযুক্তি বাস্তবায়ন বিষয়ক কর্মকর্তা প্রশিক্ষণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, কোডেক, পরিবার উন্নয়ন সংস্থা ও উন্নয়ন প্রচেস্টা সহ ৪টি সংস্থার ৩১ জন কারিগরি কর্মকর্তা অংশ নেয়। খামারি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে ২৫ জন খামরী অংশ নেয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।