ভোলা সরকারি কলেজে কমেছে জিপিএ-৫ ॥ পাসের হার ৯৩.৫৬ শতাংশ

কলেজ প্রতিবেদক ॥ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। আর গত বছর অর্থাৎ ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে। এদিকে বরিশাল বিভাগের ২য় সেরা প্রতিষ্ঠান ভোলা সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৩.৫৬ শতাংশ। এছাড়াও এ কলেজে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এবার জিপিএ-৫ পেয়েছে ১০০ জন। যা গত বছরের তুলনায় কমে হয়েছে অর্ধেক। প্রতিষ্ঠানটিতে অকৃতকার্য হয়েছে ৩৯ জন।
রোববার (২৬ নভেম্বর) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর এসব তথ্য জানান। অধ্যক্ষ বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে ৬০৬ জন। পাস করেছে ৫৬৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১০০ জন। সে হিসাবে পাসের হার শতকরা ৯৩.৫৬ শতাংশ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।