গাজায় আজ থেকে যুদ্ধবিরতি শুরু : হামাস

ডেস্ক রিপোর্ট ॥ যুদ্ধবিধ্বস্ত গাজায় আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে চার দিনের যুদ্ধবিরতি শুরু হবে। বুধবার আল-জাজিরাকে দেওয়া সাক্ষাতকারে হামাসের কর্মকর্তা মুসা আবু মারজুক চুক্তি কার্যকরের এই সময় জানিয়েছেন। মুসা আবু মারজুক জানান, যুদ্ধবিরতি চলাকালীন গাজা উপত্যকার সর্বত্র গোলাগুলি বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাজার আকাশে কোন যুদ্ধবিমান দেখা যাবে না। জিম্মিদের মধ্যে ৫০ জনের বিনিময়ে সেখানে চার দিনের যুদ্ধবিরতি রাজি হয় ইসরায়েল ও হামাস। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগারে বন্দি ১৫০ জনকে মুক্তি দেওয়া হবে।
এর আগে, এই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়তে পারে উল্লেখ করে ইসরায়েলি সরকারের বার্তায় বলা হয়, প্রতি একদিনের বিরতির জন্য ১০ জিম্মিকে মুক্তি দিতে হবে। তবে বার্তায় জিম্মিদের মুক্তির পর ইসরায়েল হামাসকে ‘নিশ্চিহ্ন’ করতে আবার অভিযান শুরু করবে বলেও বার্তায় বলা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।