সর্বশেষঃ

সর্বাত্মক অবরোধ সফল করতে ভোলায় বিএনপি’র মশাল মিছিল

মোঃ ওমর ফারুক ॥ কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী বিএনপি ও জামায়াতের ডাকা ২২ ও ২৩ নভেম্বর ৪৮ ঘন্টার অবরোধ সফল করতে ভোলায় মশাল মিছিল করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টায় ভোলার ইলিশা সড়কে বিএনপির নেতা-কর্মীরা এ মাশাল মিছিল করে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটনের নেতৃত্বে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতা-কর্মীরা এ মিছিলে অংশ গ্রহন করে।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন বলেন, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশি নির্যাতন করে আন্দোলন সংগ্রাম দমানো যাবেনা। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত ভোলা জেলা বিএনপি মাঠে আছে এবং রাজপথেই আন্দোলন চালিয়ে যাব। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রবিন চৌধুরী, ভোলা উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী বিলাল হোসেন, জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেলসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। মিছিলটি ইলিশা মহাসড়ক পরানগঞ্জ থেকে শুরু হয়ে পাইলট বাজারে গিয়ে শেষ হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page