সর্বশেষঃ

ভোলায় বিএনপি’র হরতাল অবরোধ কর্মসূচীতে সাড়া নেই

(প্রতিকী ছবি)

শিমুল চৌধুরী ॥ বিএনপির ১ দফা ও তফশিল পরবর্তী কেন্দ্র ঘোষিত হরতাল অবরোধসহ ধারাবাহিক কর্মসূচীতে কোন প্রভাব পরেনি উপকূলীয় দ্বীপজেলা ভোলায়। হরতাল অবরোধ কর্মসূচী চলাকালীন সময়ে কোথাও পিকেটিং করতে দেখা যায়নি বিএনপি নেতা-কর্মীদেরকে। এমনকি হরতাল চলাকালে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ও ছিল তালাবদ্ধ। এ সময় বিএনপি দলীয় কার্যালয়ের আশপাশসহ সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও আওয়ামীলীগের নেতা-কর্মীদের দেখা গেলেও দেখা মেলেনি বিএনপি নেতা-কর্মীদের।
ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে চলাচল করেছে যাত্রীবাহী বাস। বিভিন্ন রুটে চলছে লঞ্চ, ফেরিসহ সব ধরনের যানবাহন। সরকারি অফিস-আদালত ও স্কুল কলেজ চলছে যথানিয়মেই। বিএনপি নেতা-কর্মীদের দাবি পুলিশের হামলা-মামলার ভয়ে দলীয় নেতা-কর্মীরা রাস্তায় বের হতে পারছেনা। তারা পিকেটিংও করতে দিচ্ছে না।
এ বিষয়ে ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম সোমবার সন্ধ্যায় বলেন, আমাদেরকে তো পুলিশ বিএনপি কার্যালয়ে ঢুকতেই দেয়না। এ ছাড়া বিএনপি নেতা-কর্মীরা পুলিশের হামলা-মামলার ভয়ে পিকেটিং করতে পারছেননা। সোমবার বিএনপি নেতা-কর্মীরা পিকেটিং করার সময় অন্তত ১৫ নেতা-কর্মীকে আটক করেছে বলেও দাবি করেন বিএনপির এ নেতা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page