ভোলা সরকারি কলেজে বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন
কলেজ প্রতিনিধি ॥ ভোলা সরকারি কলেজে বাংলা বিভাগীয় ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলা বিভাগের আয়োজনে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এস এম মনিরুল ইসলাম রাশেদ’র সভাপতিত্বে ও প্রভাষক রিয়াজ উদ্দিন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর। এসময় শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্যাহ্ স্বপন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক (ভূগোল ও পরিবেশ) মাহবুব আলম, সহযোগী অধ্যাপক (হিসাব বিজ্ঞান) নূর মোহাম্মদ মাসুদ, সহকারী অধ্যাপক (বাংলা) ফিরোজ মাহমুদ, সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) এ বি এম মজিবুর রহমান, সহকারী অধ্যাপক (উদ্ভিদ বিজ্ঞান) মো. জামাল উদ্দীন, প্রভাষক মোহাম্মদ মনির হাসান, প্রভাষক মোঃ এমরান হোসেন, প্রভাষক শীমুল কান্তি মন্ডল প্রভাষক মোঃ এরশাদ, প্রভাষক মোঃ আজগর আলী, শরীরচর্চা শিক্ষক মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।