সর্বশেষঃ

ভোলায় এসইপি নেটিভ পোল্ট্রি প্রকল্পের সমাপনি কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব ব্যাংকের অর্থায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র বাস্তবায়নাধীন এসইপি-নেটিভ পোল্ট্রি প্রকল্পের আওতায় ভোলা জেলায় পরিবেশগতভাবে দেশীয় পোল্ট্রি পালন ও বাজার সম্প্রসারণের উপ-প্রকল্পের আয়োজনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) হলরুমে দেশীয় পোল্ট্রি পালন উপ-প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোবাবর সকালে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান (বিপিএম)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দেবশীষ কুমার কুন্ড, সদর উপজেলা ভেটিরিানারি সার্জন মোঃ শাহীন মাহমুদ।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক এডভোকেসি কমপ্লায়েন্স হুমায়ুন কবীর এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালক (প্রশিক্ষণ) এডভোকেট বীথি ইসলাম। সঞ্চালনায় ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক (হিসাব এন্ড অর্থ) মোঃ মোস্তফা কামাল। প্রকল্প সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রকল্পের ফোকাল পার্সন ডাঃ খলিলুর রহমান, মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন প্রকল্প ব্যাবস্থাপক মোঃ মিজানুর রহমান। উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ হারুন অর রশীদ ও নিশাত পারভিন।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা প্রকল্পটি ২০২১ সাল থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার ১৩টি ইউনিয়ন ও দুটি পৌর এালাকায় দেশী মুরগি পালনে এক হাজার ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণ, বিনামুল্যে দেশী মুরগীর বাচ্চা, বাচ্চা ফুটানোর মেসিন, জৈব নিরাপত্বা সামগ্রী, ও চিকিৎসা সোবাসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করেছে। ফলে বিলুপ্ত প্রায় দেশী মুরগী পালনে গড়ে উঠেছে বিভিন্ন উদ্যোক্তা। উদ্যোক্তাদের আশা প্রকল্পটি চলমান থাকলে দেশীয় পোল্ট্রি পালনে আরো ক্ষুদ্র উদ্যোক্তার সৃস্টি হবে। কর্মশালায় বিভিন্ন পোল্ট্রি খামারী, উদ্যোক্তা, ব্যবাসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।