বিএনপির ঢাকা ৪৮ ঘন্টা অবরোধের বিরুদ্ধে
ভোলায় আওয়ামীলীগের শান্তি-উন্নয়ন সমাবেশ

জামিল হোসেন ॥ বিএনপির ৪৮ ঘন্টা অবরোধ সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সাধারণ জনগণের জান মাল রক্ষার্থে জনজীবন শান্তির লক্ষে মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ ভোলা জেলা শাখা। ভোলা জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শান্তি ও উন্নয়নের সমাবেশ করেন। সোমবার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলা সদরসহ বিভিন্ন উপজেলায়, ইউনিয়নে আওয়ামীলীগের সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা শান্তি ও উন্নয়নের সমাবেশে অবস্থান করেন।
এ সময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস বলেন, আওয়ামীলীগের নেতা-কর্মীরা ওই বিএনপি ডাকা আগুন সন্ত্রাসী কর্মকা-, অবৈধ অবরোধ বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগ সবসময় শান্তি উন্নয়ন সমাবেশও সাধারণ জনগণের জান মাল নিরাপত্তার লক্ষে সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে।