ভোলা সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহ শুরু

শিক্ষানবিশ রিপোর্টার ॥ ভোলা সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর। পরে সচেতনতামূলক প্রচারে কলেজের বিএনসিসি, রোভার স্কাউটস ও রেডক্রিসেন্ট সদস্যদের নিয়ে একটি র‌্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করে।
এসময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. এনায়েত উল্লাহ, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্লাহ্ স্বপন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান রাজা রাশেদ আলমগীর, সহযোগী অধ্যাপক (বাংলা) মুহাম্মদ মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক (ভূগোল ও পরিবেশ) মাহবুব আলম, সহকারী অধ্যাপক (উদ্ভিদ বিজ্ঞান) মো. জামাল উদ্দীন, সহকারী অধ্যাপক (বাংলা) ফিরোজ মাহমুদ, সহকারী অধ্যাপক (পদার্থ বিজ্ঞান) মো. ফজলে ইলাহী, প্রভাষক মো. শাহাব্ উদ্দিন, প্রভাষক মো. এরশাদ, প্রভাষক মনির হাসান, প্রভাষক শিমুল কান্তি মন্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী, কলেজ সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।