রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল

ডেস্ক রিপোর্ট : রোববার (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের প্রধান ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাসমাবেশে হট্টগোল চলার সময় বিএনপি মহাসচিব এই ঘোষণা দেন। মিডিয়া সেলের ফেসবুক পেজেও এই ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর এ হরতালের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এ তথ্য জানিয়েছেন বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বিএনপির পাশাপাশি ১২ দলীয় জোট এই হরতাল পালন করবে। ১২ দলের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা জানান, এক দফা দাবিতে শান্তিপূর্ণ মহাসমাবেশ অনুষ্ঠানের আগেই পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে সারাদেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। দেশবাসী এই জালিম শাহীর বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করবে। বাংলানিউজ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।