সর্বশেষঃ

ভোলার মেঘনায় জেলা প্রশাসনের অভিযান ॥ সচেতনতামূলক বক্তব্য প্রদান

ভোলার বাণী রিপোর্ট ॥ প্রধান প্রজনন মৌসূমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক) পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধকরণ করেছে সরকার। মা ইলিশ রক্ষার লক্ষ্যে সারাদেশের ন্যায় ভোলা জেলায় “মা ইলিশ সংরক্ষণ অভিযান” পরিচালিত হচ্ছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান এর নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা প্রশাসক মেঘনা নদীর বিস্তীর্ণ অঞ্চলে মা ইলিশ রক্ষা কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং স্থানীয় জেলেদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করে নিষিদ্ধ মৌসূম বাস্তবায়নে মৎসজীবীদের সহায়তা কামনা করেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।