জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনিস্টিটিউটে কেয়ার গিভিং প্রশিক্ষনার্থীদের মধ্যে সার্টিফিকেট ও টুলস বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সরকারের সেসিপ প্রকল্পের আওতায় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে জেনারেল কেয়ার গিভিং লেভেল-২ এর তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে উত্তির্ন শিক্ষার্থীদের মাঝে সনদ ও টুলবক্স বিতরণ করা হয়েছে। রবিবার সকালে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশনের সেইফ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা অনুষ্ঠানের আয়োজন করে।
জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনিস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বক্তব্য রাখেন এডভোকেসি, কমপ্লায়েন্স এন্ড ট্রেনিং পরিচালক হুমায়ুন কবীর, ল্যাঙ্গোইজ ট্রেইনার আমিনুর রহমান চৌধুরী, সহকারি ট্রেইনার লামিয়া আক্তার প্রমূখ। উপস্থাপনায় ছিলেন লিড ট্রেইনার ডা: মানসুর আলম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ময়না বেগম ও মোঃ হোসাইন। পড়ে উত্তীর্ণ প্রশিক্ষনার্থীদের মধ্যে সার্টিফিকেট ও টুলবক্স বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।