এসিল্যান্ডের চমকে বদলে গেছে ভোলার ভূমি অফিস

 

ইয়ামিন হোসেন /এম রহমান রুবেল।

 

কাজের সফল বাস্তবায়নই এনে দেয় কাজের সফলতা। এই লক্ষ্যকে সামনে রেখেই তার সফল কার্যক্রমের ঝুড়ি বড় করে ফেলেছেন ভোলা সদর উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী সুজা । উপজেলার ভূমি অফিসের দায়িত্বে থাকা তার কার্যালয়ের কার্যক্রম ঠিক রেখেই তিনি ভারী করেছেন তার অর্জনের ঝুড়ি। ভূমি অফিসের কাজের গতি এনে স্থানীয় জনগণের প্রশংসাও কুড়িয়েছেন তিনি। দ্বীপ জেলা ভোলা সদর উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) হিসাবে যোগদানের সাথে সাথে যোগ্যতার পরিচয় দিয়ে বদলে ফেলেছেন উপজেলা ভূমি অফিসের কার্য্যক্রম । জমি সংক্রান্তে সঠিক সমাধান না পেয়ে কাউকে ফিরে যেতে হয়না তার অফিস থেকে। অফিসারের এই কার্যক্রমে সন্তুষ্ট সকল শ্রেনী পেশার মানুষ। উপজেলা ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে জনগণকে দিনের পর দিন অফিস ঘুরতে ও হয়রানী হতে হয়না বলে জানালেন অনেকেই। জনগণকে সচেতন করতে যেমন ছুটেছেন উপজেলার বিভিন্ন প্রান্তে তেমনই সফল হয়েছেন সরকারের রাজস্ব আদায়ে। ভোলা সদর উপজেলার ইলিশার ভ্যান চালক বলেন, বর্তমান ভূমি কর্মকর্তার দূরদর্শী কাজের জন্য আমরা ভোলা বাসী তার কাছে কৃতজ্ঞ। তিনি ভোলায় ভূমি অফিসের দায়িত্ব নেয়ার পর জালবাজ, ভূমিদস্যু ও দালালদের দৌরাত্ব কমেছে। এ উপজেলার ভূমি কার্যালয়ে এসে মানুষ সঠিক কাজটি পাচ্ছেন বলেও তারা জানান। ভোলা সদর উপজেলার ভূমি অফিসে সেবা নিতে আশা ফখরুল ইসলাম বলেন, আমরা বিগত সময়ে ভূমি অফিসে বিভিন্ন কাজে এসে সহজে কাজ পায়নি। বরং দালালদের মাধ্যমে কোন কাজ নিতে খরচ করতে ও ঘুরতে হয়েছে অনেক। বর্তমান কর্মকর্তা নিয়মমাফিক যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করায় আমরা এখন ভূমি সংক্রান্ত যে কোন কাজ সঠিক সময়ে সহজেই পাচ্ছি এবং সরকারী খরচ ব্যতিত অতিরিক্ত কোন টাকা খরচ হচ্ছেনা বলে জানালেন তারা। এই কর্মকর্তা যোগদানের পর থেকে ভূমি অফিস দালাল, ঘুষ ও দূর্নীর্তি মুক্ত হয়েছে বলে তারা জানান। এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) মোঃ আলী সুজা বলেন, সততা ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। সরকারী আইন-কানুন ও বিধিবিধান অনুসরণপূর্বক ভোলার জেলা প্রশাসকের দিক নির্দেশনা মেনে কাজ করছেন । আগামীতেও সকলের সার্বিক সহযোগিতা পেয়ে ভূমি সংক্রান্ত কাজের ধারাবাহিকতা রেখে সবার কল্যাণে কাজ করার আশা ব্যক্ত করেন তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।