বোরহানউদ্দিনে শিক্ষক দিবস পালিত
মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক ভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট বোরহানউদ্দিন, উপজেলার বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের, গফুরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, বি কে এম মাধ্যমিক বিদ্যালয়, কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন কলেজ, মাদ্রাসা আলাদা আলাদা ভাবে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে।
ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মীর মঞ্জুর মোর্শেদ বিশ্ব শিক্ষক দিবসে উপলক্ষে বলেন, আমরা মানুষ গড়ার কারিগর। আমাদের হাত ধরেই শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সকল ক্ষেত্রে অবদান রেখেছেন।
গফুরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জাকির হোসেন বাচ্চু জানান, শিক্ষকগণ জাতির চালিকা শক্তি, তাদের প্রতি সরকারের সদয় হওয়া উচিত। সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার সকল মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ কর্তৃপক্ষ স্ব-স্ব ব্যবস্থাপনায় শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে “বিশ্ব শিক্ষক দিবস” উপলক্ষে আলোচনা সভা ও রেলির আয়োজন করেন।