দৌলতখানে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা

মোঃ মিরাজ হোসাইন: ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রজনন মৌসুমে মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ দিতে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভোলা দৌলতখানে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্নি ইসলাম, দৌলতখান থানা অফিসার ইনচার্জ সত্যরঞ্জন খাসকেল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন, হাজিপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টার, ভবানীপুর ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খবির হোসেন চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম হাওলাদার, দক্ষিণ জয়নগর ইউপি চেয়ারম্যান বশির হাওলাদার, উপজেলা খাদ্যগুদাম (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ আলাউদ্দীন, দৌলতখান প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, দৌলতখান রিপোর্টার্স ইউনিটির তথ্য গবেষণা সম্পাদক মোঃ মিরাজ হোসাইন, চ্যানেল এস এর দৌলতখান প্রতিনিধি মোঃ হাসনাইন আহমেদসহ প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান বলেন, সারাদেশের ন্যায় দৌলতখানেও ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। ওই সময় ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। এছাড়াও ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হবে। তবে নিষিদ্ধকালে মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।