সর্বশেষঃ

ভোলায় নারীর প্রতি সহিংসতা রোধে কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আভাস এর রি-ইন্টিগ্রেশন অব মাইগ্রেশন প্রজেক্টের আয়োজনে ভোলা নারী অধিকার এবং সমাজে লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণে প্রাসঙ্গিক নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে এক সংবেদনশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম। তিনি বলেন, সমাজের সর্বস্তরে নারীর প্রতি শারীরিক ও মানসিক নির্যাতনের যে চিত্র দেখা যায়, সেটা আমাদের সামাজিক কাঠামোর দুর্বলতা। তাই এ ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, ভোলা সদর। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, সচিব, ইমাম ও সাংবাদিকবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page