মনপুরায় প্রাথমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) মোঃ ইউনুছ
শিক্ষানবিশ রিপোর্টার ॥ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ অংশগ্রহণ করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মনপুরা উপজেলার চরফৈজুদ্দিন গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ। প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় প্রথমিক শিক্ষা পদক-২০২৩ প্রতিযোগীতার আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই প্রতিযোগীতায় বিগত বছরগুলোতে একাধিকবার একক ভাবে শ্রেষ্ঠদের বেছে নিলেও এবার পুরুষ ও মহিলা আলাদা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, সৃজনশীল উদ্যোগসহ একাডেমিক ও প্রশাসনিক কর্মতৎপরতা যাচাই-বাছাই করে মোঃ ইউনুছ’কে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর মনপুরা উপজেলা বাছাই কমিটি কতৃক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত করা হয়েছে। তার এই সাফল্য অর্জনে সহকর্মী শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানান এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।