সর্বশেষঃ

মনপুরায় প্রাথমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) মোঃ ইউনুছ

শিক্ষানবিশ রিপোর্টার ॥ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ অংশগ্রহণ করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মনপুরা উপজেলার চরফৈজুদ্দিন গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ। প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় প্রথমিক শিক্ষা পদক-২০২৩ প্রতিযোগীতার আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই প্রতিযোগীতায় বিগত বছরগুলোতে একাধিকবার একক ভাবে শ্রেষ্ঠদের বেছে নিলেও এবার পুরুষ ও মহিলা আলাদা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, সৃজনশীল উদ্যোগসহ একাডেমিক ও প্রশাসনিক কর্মতৎপরতা যাচাই-বাছাই করে মোঃ ইউনুছ’কে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর মনপুরা উপজেলা বাছাই কমিটি কতৃক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত করা হয়েছে। তার এই সাফল্য অর্জনে সহকর্মী শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানান এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page