সর্বশেষঃ

ভোলায় বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় একটি বিদেশী পিস্তল ও তিন রাউন গুলিসহ মো: সবুজ ওরুফে জুয়েল মোল্লাকে (২৪) নামে এক যুবকে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক বাগেরহাট জেলার মংলা থানা এলাকার মো: শহিদুল্লাহর ছেলে।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ভোলা মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালের দিকে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের চর ছিফলি গ্রামের পুলিশ অভিযান পরিচালনা করেন। ওই সময় অস্ত্রধারী পুলিশকে দেখে রাস্তা থেকে দৌড়ে একটি বাড়িতে ঢোকে পরেন। পরে তাকে বাড়ির পিছন থেকে একটি বিদেশী অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ আটক করে। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেন গত ১৫ সেপ্টেম্বর সে ভোলায় অস্ত্র ও গুলি নিয়ে আসেন। কিন্তু কি উদ্দেশ্যে আসেন সেটি এখনও স্বীকার করেননি। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page