ভোলায় বাপ্তা ইউনিয়ন কৃষকদলের ৭ ও ৯ নং ওয়ার্ডের কমিটি গঠন

মাহে আলম মাহী: ভোলায় জাতীয়তাবাদী কৃষকদলকে সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তুলতে বিভিন্ন ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ভোলা সদর উপজেলার ৫ নং দক্ষিণ বাপ্তা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে কৃষকদলের ২১ সদস্য বিশিষ্ট ও ৯ নং ওয়ার্ডে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাজনপট্টিস্থ জেলা কৃষকদল কার্যালয়ে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা কৃষকদলের সভাপতি আবদুর রহমান সেন্টু ও বিশেষ অতিথি জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম উভয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

এতে ৭ নং ওয়ার্ডের নবগঠিত কমিটিতে মোঃ নকিবুল ইসলামকে সভাপতি, মোঃ মাইনুদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ সুজনকে সাধারণ সম্পাদক, মোঃ সাদ্দাম হোসেনকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ শামিমকে সাংগঠনিক সম্পাদক, মোঃ মনির হোসেনকে সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক, মোঃ রাকিবকে প্রচার সম্পাদক, মোঃ রিয়াজকে দপ্তর সম্পাদক, আবদুর রহিমকে কৃষি বিষয়ক সম্পাদক, মোঃ মিরাজকে ধর্ম বিষয়ক সম্পাদক ও মোঃ রিয়াজকে স্বনির্ভর বিষয়ক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

অপরিদিকে ৯ নং ওয়ার্ড কমিটিতে মোঃ আবুল কালামকে সভাপতি, মোঃ মনোয়ার হোসেন সুজনকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ খালেক মাঝি ও মোঃ নোমানকে সহ-সভাপতি, মোঃ হুমায়ুন মৌলভীকে সাধারণ সম্পাদক, মোঃ নাজিম উদ্দীনকে সিনিয়র সহসাধারণ সম্পাদক, আল-আমিন পাটোয়ারীকে সহসাধারণ সম্পাদক, মোঃ বিল্লাল হোসেনকে (স্যানেটারি) সাংগঠনিক সম্পাদক, মোঃ নয়নকে সহসাংগঠনিক সম্পাদক, মোঃ আল-আমীনকে (বিসিক) প্রচার সম্পাদক, মোঃ ফারুককে দপ্তর সম্পাদক, মোঃ জাকিরকে সহ দপ্তর সম্পাদক, মোঃ সাইফুল ইসলামকে কোষাধ্যক্ষ, মোঃ জাহিদ মনুকে কৃষি বিষয়ক সম্পাদক ও মোঃ ইয়াছিন মাঝিকে ধর্ম বিষয়ক সম্পাদক ঘোষণা করা হয়।

৫ নং দক্ষিণ বাপ্তা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ শাহে আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর থানা কৃষকদলের সভাপতি মাইনুদ্দিন সাজি, সাধারণ সম্পাদক কাজী আবদুল্লাহ আল মামুন, থানা কৃষকদলের সহ-সভাপতি জাকারিয়া মাহবুব, ৫ নং দক্ষিণ বাপ্তা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শিহাব উদ্দিন, দক্ষিণ বাপ্তা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক, সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ ভাসানী প্রমুখ।

পরে জেলা, থানা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের উপস্থিতিতে নবগঠিত উভয় কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কমিটির অনুলিপি ওয়ার্ড নেতৃবৃন্দের হাতে তুলে দেন সদর থানা কৃষকদলের সভাপতি মোঃ মানুদ্দিন সাজি এবং সাধারণ সম্পাদক কাজী আবদুল্লাহ আল মামুন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।