ভোলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন নবীন
ভোলায় বাপ্তা ইউনিয়ন কৃষকদলের ৭ ও ৯ নং ওয়ার্ডের কমিটি গঠন
মাহে আলম মাহী: ভোলায় জাতীয়তাবাদী কৃষকদলকে সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তুলতে বিভিন্ন ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ভোলা সদর উপজেলার ৫ নং দক্ষিণ বাপ্তা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে কৃষকদলের ২১ সদস্য বিশিষ্ট ও ৯ নং ওয়ার্ডে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাজনপট্টিস্থ জেলা কৃষকদল কার্যালয়ে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা কৃষকদলের সভাপতি আবদুর রহমান সেন্টু ও বিশেষ অতিথি জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম উভয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
এতে ৭ নং ওয়ার্ডের নবগঠিত কমিটিতে মোঃ নকিবুল ইসলামকে সভাপতি, মোঃ মাইনুদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ সুজনকে সাধারণ সম্পাদক, মোঃ সাদ্দাম হোসেনকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ শামিমকে সাংগঠনিক সম্পাদক, মোঃ মনির হোসেনকে সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক, মোঃ রাকিবকে প্রচার সম্পাদক, মোঃ রিয়াজকে দপ্তর সম্পাদক, আবদুর রহিমকে কৃষি বিষয়ক সম্পাদক, মোঃ মিরাজকে ধর্ম বিষয়ক সম্পাদক ও মোঃ রিয়াজকে স্বনির্ভর বিষয়ক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
অপরিদিকে ৯ নং ওয়ার্ড কমিটিতে মোঃ আবুল কালামকে সভাপতি, মোঃ মনোয়ার হোসেন সুজনকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ খালেক মাঝি ও মোঃ নোমানকে সহ-সভাপতি, মোঃ হুমায়ুন মৌলভীকে সাধারণ সম্পাদক, মোঃ নাজিম উদ্দীনকে সিনিয়র সহসাধারণ সম্পাদক, আল-আমিন পাটোয়ারীকে সহসাধারণ সম্পাদক, মোঃ বিল্লাল হোসেনকে (স্যানেটারি) সাংগঠনিক সম্পাদক, মোঃ নয়নকে সহসাংগঠনিক সম্পাদক, মোঃ আল-আমীনকে (বিসিক) প্রচার সম্পাদক, মোঃ ফারুককে দপ্তর সম্পাদক, মোঃ জাকিরকে সহ দপ্তর সম্পাদক, মোঃ সাইফুল ইসলামকে কোষাধ্যক্ষ, মোঃ জাহিদ মনুকে কৃষি বিষয়ক সম্পাদক ও মোঃ ইয়াছিন মাঝিকে ধর্ম বিষয়ক সম্পাদক ঘোষণা করা হয়।
৫ নং দক্ষিণ বাপ্তা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ শাহে আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর থানা কৃষকদলের সভাপতি মাইনুদ্দিন সাজি, সাধারণ সম্পাদক কাজী আবদুল্লাহ আল মামুন, থানা কৃষকদলের সহ-সভাপতি জাকারিয়া মাহবুব, ৫ নং দক্ষিণ বাপ্তা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শিহাব উদ্দিন, দক্ষিণ বাপ্তা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক, সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ ভাসানী প্রমুখ।
পরে জেলা, থানা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের উপস্থিতিতে নবগঠিত উভয় কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কমিটির অনুলিপি ওয়ার্ড নেতৃবৃন্দের হাতে তুলে দেন সদর থানা কৃষকদলের সভাপতি মোঃ মানুদ্দিন সাজি এবং সাধারণ সম্পাদক কাজী আবদুল্লাহ আল মামুন।