ভোলায় শেষ হলো জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২৩

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২৩ উপলক্ষে এক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা মিলনায়তন এ সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারেফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সেতারা বেগম, ভোলা সদর এলজিইডি উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, কাচিয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিবসহ সদর উপজেলা সকল অফিস এর কর্মকর্তাবৃন্দ ও সদর উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ। এ সময় বক্তগণ বলেন, বর্তমান সরকারের উন্নয়নের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে এগিয়ে নিয়েছেন আমরা সেই ধরা বাহিকতায় কাজ করে যাব।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page