বোরহানউদ্দিনে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন উপলক্ষে আলোচনাসভা মানব বন্ধন ও র্যালি অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ “আমাদের অবশ্যই জীবাশ্ন জ¦ালানির যুগ শেষ করতে হবে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের স্কুলবাড়ির বেড়ি বাধে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন উপলক্ষে মানব বন্ধন, আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নযন সংস্থার লিগ্যাল ও কর্মসূচি পরিচালক অ্যাডভোকেট বীথি ইসলাম। এ সময় বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে র্যালি ও আলোচনা সভায় ও মানব বন্ধনে উপজেলা ও ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের প্রতিনিধি, শিক্ষক, প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ও প্রকল্পের বিভিন্ন গ্রুপের সদস্যবৃন্দ ও অত্র এলাকার কিশোর, কিশোরী, যুবক-যুবতী, নারী-পুরুষ অংশ নেয়।
উপস্থিত বক্তারা বলেন, ন্যায্যতা নিশ্চিত করে জীবাশ্ন জ¦ালানি (কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস) বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার করা, যেহেতু ধনী ও যারা শিল্প বিপ্লবের পর থেকে বৈশি^কভাবে গ্রীণ হাউস গ্যাস নিঃসরণে ও জলবায়ু পরিবর্তনে বেশি প্রভাব রাখছে, তাই আমাদের দাবী ধনী দেশগুলো অতিসত্ত্বর নবায়নযোগ্য জ্বালানি গ্রহনের মাধ্যমে গ্রীণ হাউস গ্যাস নিঃসরণ কমাবে এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় বাংলাদেশও তারা তাদের উন্নয়নকে বাধাগ্রস্থ না করে নবায়নযোগ্য জ্বালানি গ্রহণ করবে এবং নবায়নযোগ্য জ্বালানিতে ও জ্বালানি নীতিতে নারীদের অবস্থান সুদৃঢ় করবে।