ভোলায় বাজার মনিটরিং অভিযান

ডেস্ক রিপোর্ট ॥ ভোলায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যেগে শহরের কাঁচাবাজার ও কিচেন মার্কেট এলাকায় সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে এ কার্যক্রম চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে এসময় অতিরিক্ত মূল্যে আলু বিক্রির দায়ে দুইজন খুচরা বিক্রেতাকে ৫০০ করে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযানে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে ব্যাবসায়ীদের বলা হয়েছে। এসময় দাম অধিক রাখায় দুইজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তারপরেও মূল্য বেশি রাখলে প্রশাসন আরো কঠোর হবে বলে জানান তিনি।
অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সূজা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার এফ এম শাহবুদ্দিন, জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোস্তফা সোহেল, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। সুত্র : বাসস।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।