জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা চৌধুরী
লালমোহনে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দিলেন এমপি শাওন

জাহিদ দুলাল, লালমোহন ॥ লালমোহনে বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, গ্রাফিক্স ডিজাইন কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্সের ৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলার হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় সম্মেলন কক্ষে নুরুন্নবী চৌধুরী শাওন আইসিটি ফ্রী প্রশিক্ষণ সেন্টার এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্টিফিকেট বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুরুল আমিন শাজাহান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ তালুকদারসহ আরো অনেক।