জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা চৌধুরী
ভোলা-চরফ্যাশন মহাসড়কে ধান চাষ করছে স্থানীয়রা

মোঃ মনছুর আলম ॥ ভোলা-টু-চরফ্যাশন মহাসড়কে ধান চাষের উপযোগী হওয়ায় ধান চাষ করছে স্থানীয়রা। ঠিকাদারদের উদাসিনতার কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সম্প্রতি স্থানীয়রা সড়কের মাঝেই ধান চাষ করেন।
এ ব্যপারে এলাকাবাসি জানান, ভোলা জেলার ৭ উপজেলার মানুষের যোগাযোগের মাধ্যমে হচ্ছে এই মহাসড়ক। ১৩ কিলোমিটার সড়কের খুব খারাপ অবস্থা। এই সড়ক দিয়ে ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর বাসির একমাত্র যোগাযোগ মাধ্যম। সড়কটি দিয়ে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। সড়কটির অবস্থা খারাপ হওয়ার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গত মার্চ মাসেও বোরাক ও বাস সংঘর্ষ হয়ে ৩ জনের প্রাণ হারায়। যারা এই সড়কে ঠিকাদারীর কাজ করছেন তাদের উদাসিনতার কারণে আমরা আজ দুর্ভোগের মধ্যে আছি। আমরা এ অবস্থা থেকে পরিত্রান চাই।
তবে এ ব্যাপারে সড়ক বিভাগের কাছে জানতে চাইলে তারা জানান, সময় মতো সড়কের কাজ করতে না পাড়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সড়ক কর্তৃপক্ষ।