বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
ভোলায় কারিগরী প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও টুলস বিতরণ
স্টাফ রিপোর্টার ॥ ভোলায় প্রসপারিটি প্রকল্পের আওতায় বেকার যুবক-যুবতীদের তিন মাসব্যাপি বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও টুলস বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান (বিপিএম)।
হীড বাংলাদেশ কর্তৃক পরিচালিত হীড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠানটির আয়োজন করে হীড বাংলাদেশ। হীড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ম্যানেজিং কমিটির সদস্য নুরুন্নাহার পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হীড বাংলাদেশের আঞ্চলিক পরিচালক মি. মারিও মুক্তি মন্ডল, প্রকল্প পরিচালক মোঃ নকিবুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হীড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এর অধ্যক্ষ সাধন কুমার পাল। পরে ৮৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট ও টুলস বিতরণ করা হয়।