ভোলায় উদ্যোক্তা উন্নয়নে ৩ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় গরু, ছাগল ও ভেড়া পালন খামারীদের উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক ৩ দিন ব্যাপী আলাদা দুটি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের প্রসপারিটি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা তাদের হলরুমে প্রশিক্ষণের আয়োজন করে। উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ড. রায়হান হাবিব, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়, ময়মনসিং,ডেইরি বিজ্ঞান বিভাগ। মোঃ রেজাউল করিম, পিএইচডি ফেলো, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়, ময়মনসিংহ, পিকেএসএফ এর উপ-ব্যাবস্থাপক, শাহরিয়ার আল মাহমুদ, প্রসপারিটি প্রকল্পর সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী খন্দকার মনির হোসেন ও গ্রামীণ জন উন্নযন সংস্থার উপ পরিচালক ডাঃ অরুন কুমার সিনহা। প্রশিক্ষণে পটুয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলা জেলার ৪টি সংস্থার ৭৫ জন উদ্যোক্তা অংশ নেয়। প্রশিক্ষণ চলবে ১১ থেকে ১৩ তারিখ পর্যন্ত।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।