প্রিয়তমা এলো পর্তুগালে

এফ আই রনি (ব্যুরো প্রধান পর্তুগাল) : গতকাল ১০ সেপ্টেম্বর বর্তমান সময়ের আলোচিত ব্যবসা সফল সিনেমা প্রিয়তমার পর্দা উন্মোচিত হলো লিসবনের সিনেমা আইডিয়ালে। সিনেমাপ্রেমী দর্শক রাত ৯ টার আগেই ভিড় জমান হলে। পুরো সিনেমা জুড়েই দর্শক উপভোগ করেন হাসি কান্না ভালবাসার নিরেট এক কাহিনী। সিনেমা শেষে দর্শকদের আবেগ জানান দিয়েছে মানুষ এখনো ভালোবাসার গল্প ভালোবাসে। শাকিবখান ও ঈধিকার অভিনয়ের প্রশংসা করেছেন সবাই, পাশাপাশি শহীদ উজ্জামান সেলিমের সদ্য শেখা চট্টগ্রাম এর ভাষার ঠাট্টা করতেও দেখা যায় অনেককে।

আগামী ১১ ও ১২ সেপ্টেম্বরও একই সিনেমা হলে একই সময় রাত ৯টায় প্রিয়তমা দেখা যাবে বলে জানিয়েছেন আয়োজকগন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page