শরীরে আজীবন স্প্রিন্টার বয়ে বেড়াতে হবে শিশু তাবাসসুমকে !

ডেস্ক রিপোর্ট ॥ মুন্সীগঞ্জের আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ শিশু তাবাসসুমকে ছাড়পত্র দিয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আজীবন শরীরে স্প্রিন্টার বয়ে বেড়াতে হবে তাকে। রবিবার (১০ সেপ্টেম্বর) শিশুটিকে ছাড়পত্র দেওয়া হয়। তবে সমস্যা হলে আবারও নিয়ে আসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকদের বরাত দিয়ে তাবাসসুমের মামা রাজা হোসেন বলেন, চিকিৎসকরা আবারও নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে জানিয়েছেন, তার অপারেশন করার প্রয়োজন নেই। শরীরের অবস্থা এখন ভালো আছে। স্প্রিন্টারগুলো ভেতরেই থাকবে, কোনো সমস্যা হবে না। কোনো রকম সমস্যা হলে চিকিৎসকরা আবার তাবাসসুমকে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন রাজা হোসেন।
গত বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মুন্সীগঞ্জের শোলারচর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয় সাত মাসের শিশু তাবাসসুম। সে মুন্সীগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের সেনেটারি ব্যবসায়ী বাবুল ব্যাপারীর মেয়ে। গুলিবিদ্ধ হওয়া পর তাবাসসুমকে ঢামেকে আনা হয়। সেখানে ৭২ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকে তাবাসসুম। সুত্র : কালেরকণ্ঠ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।