সর্বশেষঃ

ভোলায় ইয়াবাসহ সোহাগ নামের এক যুবক আটক

 

ভোলা সদর উপজেলার ঘুইংগারহাট বাজার থেকে সোহাগ রানা নামের এক যুবককে ৩০ পিচ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব।
৮ই সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলার উত্তরদিঘলদী ইউনিয়নের ঘুইংগারহাট বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব কমান্ডার জামাল উদ্দিন (সিনিয়র এ এসপি) এর নির্দেশে র্যাবের একটি টিম অভিযান করে সোহাগ কে আটক করেন।
আটকৃত সোহাগ উত্তরদিঘলদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কবির হোসেন এর ছেলে ও বন্দুক যুদ্ধে নিহত মাদক সম্রাট জাকির ও আলোচিত মাদক ব্যবসায়ী আকবারের ভাতিজা।
সোহাগের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করেছে র‍্যাব। যার মামলা নং-১৫। মাদকের সাথে পাওয়া একটি মোটরসাইকেল জব্দ করেছে বলে ও জানিয়েছে র‍্যাব। এদিকে আটকৃত সোহাগের বিরুদ্ধে ভোলা থানায় আরো মামলা রয়েছে বলেও জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।