যুগ্ম সচিব হলেন ভোলার মেয়ে শামিমা ফেরদৌস (তানিয়া)

স্টাফ রিপোর্টার ॥ ভোলার কৃতি সন্তান ইলিশা নাদের মিয়া পরিবারের সদস্য শহরের বিশিষ্ট ব্যক্তি ওয়েষ্টার্ণ পাড়ার মরহুম নিজাম উদ্দিন আহমেদ (মানিক মিয়া)’র মেয়ে শামিমা ফেরদৌস (তানিয়া) সরকারের যুগ্ম সচিব হিসাবে পদোন্নতি লাভ করেছেন। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে উপসচিব হিসাবে থেকে তিনি গত ৩ সেপ্টেম্বর একই মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসাবে যোগদান করেন।
এর আগে তিনি স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের চাকুরী করেছেন। সরকারের ২২তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা শামিমা ফেরদৌস (তানিয়া) ২০০৩ সালের ১০ ডিসেম্বর চাকুরীতে যোগদেন। প্রথমে ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়, পরে নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি শরীয়তপুর সদর, বরিশাল সদর ও ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন।
শামিমা ফেরদৌস (তানিয়া)’র স্বামী সরকারের অতিরিক্ত সচিব মোঃ সাখাওয়াত হোসেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মরত আছেন। তাদের ২ ছেলে, ১ মেয়ে রয়েছে। এদিকে, শামিমা ফেরদৌস (তানিয়া) যুগ্ম সচিব হিসাবে পদোন্নতি পাওয়ায় ভোলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনু ও সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।