ভোলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : ভোলায় শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহ সহ) সম্পর্কিত বর্তমান মনোভাব, জ্ঞান, আচরণ, চর্চাবিষয়ক জরিপ ফলাফল অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিসেফ ও সুশীলনসহ অন্যান্য এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, কাজী, ইমাম, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।